বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোগী অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্য
- By Jamini Roy --
- 28 October, 2024
গত রবিবার (২৭ অক্টোবর) ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানান, দেশের অভ্যন্তরীণ সংস্কার ও কর্মসংস্থান সৃষ্টিতে বিদেশি বিনিয়োগকে প্রাধান্য দিচ্ছে অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সঙ্গে বৈঠকে নাহিদ ইসলাম বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার সক্রিয়। দক্ষিণ কোরিয়া ইতিমধ্যে বাংলাদেশে চতুর্থ বৃহৎ বিনিয়োগকারী দেশ হিসেবে কাজ করছে, তবে উচ্চ করহারের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার কথাও উল্লেখ করেন রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক।
এ সময় তিনি স্যামসাং ও এলজি-র মতো প্রতিষ্ঠানের বিনিয়োগ ও উৎপাদন খরচ কমাতে কর হ্রাসের প্রস্তাব দেন। এ নিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, কর হ্রাসের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনা চলমান এবং অর্থনৈতিক সংস্কারের সময় বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।
একই দিন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে আরেকটি বৈঠকে নাহিদ ইসলাম বলেন, চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য, যার মাধ্যমে দেশকে স্থিতিশীল করা হবে। গণমাধ্যম স্বাধীনতা, সাইবার নিরাপত্তা ও ই-গভর্নেন্স বিষয়ে ইইউ’র সঙ্গে অংশীদারিত্বে কাজ করার আগ্রহের কথা জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বাংলাদেশে গণমাধ্যম সংস্কার ও ডিজিটালাইজেশন প্রক্রিয়া সম্পন্ন করে গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের জন্য ইইউ সহায়তা দিতে প্রস্তুত বলে জানান তিনি।
ইইউ প্রতিনিধি দলও অনলাইনে অপপ্রচার রোধ ও আইটি দক্ষতার উন্নয়নে কাজ করার ইচ্ছা প্রকাশ করে। এ বিষয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, "গণমাধ্যমের গুণগত মান উন্নয়ন ও সাংবাদিকতার পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রমের উপর জোর দেওয়া হবে। তরুণ মেধাবীরা মিডিয়াতে আগ্রহী হতে পারে এমন নিরাপত্তা ও বেতন কাঠামো গঠনও গুরুত্ব দেওয়া হচ্ছে।"
অন্তর্বর্তী সরকার গণমাধ্যম স্বাধীনতা নিশ্চিত করতে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে এবং কয়েক দিনের মধ্যে সংশ্লিষ্ট গেজেট প্রকাশিত হবে।